Followers

Monday, September 28, 2015

তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে (সূরা আলফাত্হ: ২৭)


পবিত্র কাবা শরীফের বিভিন্ন জায়গার মধ্যে মারওয়া, মাস’আ এবং মাসজিদুল হারাম অন্যতম স্থান।
মসজিদুল হারামঃ-
কাবা শরীফ, তার চার পাশের মাতাফ, মাতাফের ওপারে বিল্ডিং, বিল্ডিঙের ওপারে মারবেল পাথর বিছানো উন্মুক্ত চত্বর সবগুলো মিলে বর্তমান মসজিদুল হারাম গঠিত। কারও কারও মতে পুরা হারাম অঞ্চল মসজিদুল হারাম হিসেবে বিবেচিত। পবিত্র কুরআনের এক আয়াতে এসেছে,

 لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ
তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে (সূরা আলফাত্হ: ২৭)
অর্থাৎ হারাম অঞ্চলে প্রবেশ করবে। সূরা ইসরায় মসজিদুল হারামের কথা উল্লেখ হয়েছে। 

এরশাদ হয়েছে

Thursday, September 24, 2015

দেখলে বিশ্বাস হবেনা।What's doing in beauty parler

আমরা শুধু তোমারই ইবাদত করি ...... আমাদেরকে সরল পথ প্রদর্শন কর






আজ আমরা সুরা ফাতিহা শিখব, বাংলা অর্থ সহ ----

১. সূরা - ফাতিহা :

* আল হামদুলিল্লাহি রাব্বিল আ-লামিন।
অথ -- সকল প্রসংশা জগত সমুহের প্রতিপালক আল্লাহর-ই।

* আর-রহ মানির রাহিম।
অথ -- যিনি দয়াময়, পরম দয়ালু,

* মা-লীকি ইয়াও মি-দ্দীন
অর্থ -- কর্ম ফল দিবসের মালিক।

* ইয়য়া কানা বুদু - অ-ইয়্যা কানাছ তায়ীন।
অর্থ -- আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি।

* ইহ দীনাছ সির-তল মুস্তাকীম
অর্থ -- আমাদেরকে সরল পথ প্রদর্শন কর

* সির তল্লাজীনা আন-আমতা আলায় হীম
অর্থ -- তাহাদের পথ, যাহাদেরকে তুমি পথ নিদর্শন কর

* গয় রিল মাগদুবি আলায় হীম অলাদ দল্লীন
অর্থ -- তাহাদের পথ নহে, যাহারা ক্রোদ-নিপতিত ও পথভ্রষ্ট।

Tuesday, September 22, 2015

A little girl is playing with her mom and dad. How fantastic it is.

https://www.youtube.com/watch?v=pGWl9-_EXDI&feature=youtube_gdata_player

প্রচণ্ড রোদের তাপেও শীতলতা হারায় না যা ----


Kaba sharifer pobitra sthan somuho............



মাকামে ইব্রাহীমঃ-
 
মাকাম শব্দের আভিধানিক অর্থ, দণ্ডায়মান ব্যক্তির পা রাখার জায়গা। আর মাকামে ইব্রাহীম বলতে সেই পাথরকে বুঝায় যেটা কাবা শরীফ নির্মাণের সময় ইসমাইল নিয়ে এসেছিলেন যাতে পিতা ইব্রাহীম এর ওপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতে পারেন। ইসমাইল (আঃ) পাথর এনে দিতেন, এবং ইব্রাহীম (আঃ) তাঁর পবিত্র হাতে তা কাবার দেয়ালে রাখতেন। ঊর্ধ্বে উঠার প্রয়োজন হলে পাথরটি অলৌকিকভাবে ওপরের দিকে উঠে যেত (. মুহাম্মদ ইলয়াস আব্দুল গনী : তারিখু মক্কা কাদিমান ওয়া হাদিসান, পৃ: ৭১) তাফসীরে তাবারিতে সূরা আলে ইমরানের ৯৭ নং আয়াতের ব্যাখ্যায় এসেছে
يه علامات بينات من قدرة الله ، وآثار خليله ابراهيم ،منهن أثر قدم خليله ابراهيم في الحجر الذي قام عليه .
বায়তুল্লায় আল্লাহর কুদরতের পরিষ্কার নিদর্শন রয়েছে এবং খলিলুল্লাহ ইব্রাহীম (আঃ) এর নিদর্শনাবলী রয়েছে, যার মধ্যে একটি হল তাঁর খলিল ইব্রাহীম (আঃ) এর পদচিহ্ন ওই পাথরে যার ওপর তিনি দাঁড়িয়েছিলেন (তাফসীরে তাবারি : /১১)
ইব্রাহীম (আঃ) এর পদচিহ্নের একটি ১০ সেন্টিমিটার গভীর, অন্যটি সেন্টিমিটার। লম্বায় প্রতিটি পা ২২ সেন্টিমিটার প্রস্থে ১১ সেন্টিমিটার
বর্তমানে এক মিলিয়ন রিয়েল ব্যয় করে মাকামের বক্সটি নির্মাণ করা হয়েছে। পিতল ১০ মিলি মিটার পুরো গ্লাস দিয়ে নির্মাণ করা হয়েছে এটি। ভেতরের জালে সোনা চড়ানো। হাজরে আসওয়াদ থেকে

Wednesday, September 16, 2015

c~‡e©i †cv÷ G Avgiv nvR‡i AvmIqv` ( Kv‡jv cv_i ) m¤ú‡K© †R‡bwQ | AvR Rvbe রুকনে ইয়ামানি ও মুলতাযাম m¤ú‡K©----

রুকনে ইয়ামানিঃ-
কাবা শরীফের দক্ষিণ-পশ্চিম কোণ। তাওয়াফের সময় কোণকে সুযোগ পেলে স্পর্শ করতে হয়। চুম্বন করা নিষেধ। হাদিসে এসেছে, ইবনে ওমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ) কে দুই রুকনে ইয়ামানি ব্যতীত অন্য কোনো জায়গায় স্পর্শ করতে দেখিনি।(সহীহ বুখারীঃ /১৫১৩)


হাজরে আসওয়াদ থেকে কাবা শরীফের দরজা পর্যন্ত জায়গাটুকুকে মুলতাযাম বলে (আল মুসান্নাফ লি আব্দির রাজ্জাক: /৭৩) মুলতাযাম শব্দের আক্ষরিক অর্থ এঁটে থাকার জায়গা। সাহাবায়ে কেরাম মক্কায় এসে মুলতাযামে যেতেন দুহাতের তালু, দুহাত, চেহারা বক্ষ রেখে দোয়া করতেন। বিদায়ি তাওয়াফের পূর্বে বা পরে অথবা

মৃত্যু আযাব হালকা হয়ে যাবে যে দোয়া পড়লে

আল্লাহ পাক বলছেন, আল কোরআনে বর্ণিত ছোট্ট এই দোয়াটি পড়লে মৃত্যু আযাব হালকা হয়ে যাবে। দোয়াটিকে আমরা সবাই ‘আয়াতুল করসি’ বলেই জানি। দ...