Followers

Thursday, September 24, 2015

আমরা শুধু তোমারই ইবাদত করি ...... আমাদেরকে সরল পথ প্রদর্শন কর






আজ আমরা সুরা ফাতিহা শিখব, বাংলা অর্থ সহ ----

১. সূরা - ফাতিহা :

* আল হামদুলিল্লাহি রাব্বিল আ-লামিন।
অথ -- সকল প্রসংশা জগত সমুহের প্রতিপালক আল্লাহর-ই।

* আর-রহ মানির রাহিম।
অথ -- যিনি দয়াময়, পরম দয়ালু,

* মা-লীকি ইয়াও মি-দ্দীন
অর্থ -- কর্ম ফল দিবসের মালিক।

* ইয়য়া কানা বুদু - অ-ইয়্যা কানাছ তায়ীন।
অর্থ -- আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি।

* ইহ দীনাছ সির-তল মুস্তাকীম
অর্থ -- আমাদেরকে সরল পথ প্রদর্শন কর

* সির তল্লাজীনা আন-আমতা আলায় হীম
অর্থ -- তাহাদের পথ, যাহাদেরকে তুমি পথ নিদর্শন কর

* গয় রিল মাগদুবি আলায় হীম অলাদ দল্লীন
অর্থ -- তাহাদের পথ নহে, যাহারা ক্রোদ-নিপতিত ও পথভ্রষ্ট।

No comments:

Post a Comment

মৃত্যু আযাব হালকা হয়ে যাবে যে দোয়া পড়লে

আল্লাহ পাক বলছেন, আল কোরআনে বর্ণিত ছোট্ট এই দোয়াটি পড়লে মৃত্যু আযাব হালকা হয়ে যাবে। দোয়াটিকে আমরা সবাই ‘আয়াতুল করসি’ বলেই জানি। দ...