Followers

Saturday, November 7, 2015

আমার দরবারে উপস্থিত হতেই হবে

আমারদরবারে উপস্থিত হতেই হবে


আমরা আজ সূরা ইয়াসিন সম্পর্কে আজ জানব। এর অর্থ সহ। চলুন তাহলে শুরু করি----

ِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

ﻳﺲ
ইয়া-সীন
ﻭَﺍﻟْﻘُﺮْﺁﻥِ ﺍﻟْﺤَﻜِﻴﻢِ
প্রজ্ঞাময় কোরআনের কসম।
ﺇِﻧَّﻚَ ﻟَﻤِﻦَ ﺍﻟْﻤُﺮْﺳَﻠِﻴﻦَ
নিশ্চয় আপনি প্রেরিত রসূলগণের
একজন।
ﻋَﻠَﻰ ﺻِﺮَﺍﻁٍ ﻣُّﺴْﺘَﻘِﻴﻢٍ
সরল পথে প্রতিষ্ঠিত।
ﺗَﻨﺰِﻳﻞَ ﺍﻟْﻌَﺰِﻳﺰِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
কোরআন পরাক্রমশালী পরম দয়ালু
আল্লাহর তরফ থেকে অবতীর্ণ,
ﻟِﺘُﻨﺬِﺭَ ﻗَﻮْﻣًﺎ ﻣَّﺎ ﺃُﻧﺬِﺭَ ﺁﺑَﺎﺅُﻫُﻢْ ﻓَﻬُﻢْ
ﻏَﺎﻓِﻠُﻮﻥَ
যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক
করেন, যাদের পূর্ব পুরুষগণকেও সতর্ক
করা হয়নি। ফলে তারা গাফেল।
ﻟَﻘَﺪْ ﺣَﻖَّ ﺍﻟْﻘَﻮْﻝُ ﻋَﻠَﻰ ﺃَﻛْﺜَﺮِﻫِﻢْ ﻓَﻬُﻢْ ﻟَﺎ
ﻳُﺆْﻣِﻨُﻮﻥَ
তাদের অধিকাংশের জন্যে শাস্তির
বিষয় অবধারিত হয়েছে। সুতরাং
তারা বিশ্বাস স্থাপন করবে না।
ﺇِﻧَّﺎ ﺟَﻌَﻠْﻨَﺎ ﻓِﻲ ﺃَﻋْﻨَﺎﻗِﻬِﻢْ ﺃَﻏْﻼَﻻً ﻓَﻬِﻲَ
ﺇِﻟَﻰ ﺍﻷَﺫْﻗَﺎﻥِ ﻓَﻬُﻢ ﻣُّﻘْﻤَﺤُﻮﻥَ
আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত
বেড়ী পরিয়েছি। ফলে তাদের মস্তক
উর্দ্ধমুখী হয়ে গেছে।
ﻭَﺟَﻌَﻠْﻨَﺎ ﻣِﻦ ﺑَﻴْﻦِ ﺃَﻳْﺪِﻳﻬِﻢْ ﺳَﺪًّﺍ ﻭَﻣِﻦْ
ﺧَﻠْﻔِﻬِﻢْ ﺳَﺪًّﺍ ﻓَﺄَﻏْﺸَﻴْﻨَﺎﻫُﻢْ ﻓَﻬُﻢْ ﻻَ
ﻳُﺒْﺼِﺮُﻭﻥَ
আমি তাদের সামনে ও পিছনে
প্রাচীর স্থাপন করেছি, অতঃপর
তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে
তারা দেখে না।

মৃত্যু আযাব হালকা হয়ে যাবে যে দোয়া পড়লে

আল্লাহ পাক বলছেন, আল কোরআনে বর্ণিত ছোট্ট এই দোয়াটি পড়লে মৃত্যু আযাব হালকা হয়ে যাবে। দোয়াটিকে আমরা সবাই ‘আয়াতুল করসি’ বলেই জানি। দ...