Followers

Monday, March 7, 2016

মৃত্যু আযাব হালকা হয়ে যাবে যে দোয়া পড়লে




আল্লাহ পাক বলছেন, আল কোরআনে বর্ণিত ছোট্ট এই দোয়াটি পড়লে মৃত্যু আযাব হালকা হয়ে যাবে। দোয়াটিকে আমরা সবাই ‘আয়াতুল করসি’ বলেই জানি। দোয়াটি নিম্নরূপঃ

আয়াতুল কুরসী :

ﺍﻟﻠَّﻪُ ﺎَﻟ َ ﻮُﻫ ﺎَّﻟِﺇ َ ﻪَﻟِﺇ ُّ ﻲَﺤْﻟﺍ ُ ﻡﻮُّﻴَﻘْﻟﺍ

ﺎَﻟ ٌ ﺔَﻨِﺳ ُ ﻩُﺬُﺧْﺄَﺗ

ﺎَﻟَﻭ ُ ﻪَﻟ ٌ ﻡْﻮَﻧ

ﺎَﻣ ﻲِﻓ ِ ﺕﺍَﻭﺎَﻤَّﺴﻟﺍ ﺎَﻣَﻭ ﻲِﻓ ْ ﻦَﻣ ِ ﺽْﺭَﺄْﻟﺍ ﺍَﺫ ﻱِﺬَّﻟﺍ

ﻳَﺸْﻔَﻊُ ُ ﻩَﺪْﻨِﻋ

Monday, February 29, 2016

দ্বীনদার স্ত্রী লাভ করতে পারেন এই দোয়াটি পাঠ করলে

দ্বীনদার স্ত্রী পাওয়া এটি নির্ভর করে ভাগ্যের ওপর। আল কোরআনের ছোট্ট একটি আয়াত রয়েছে, যা পাঠ করলে আপনি দ্বীনদার স্ত্রী লাভ করতে পারেন।এই দোয়াটি অনেক ফজিলতপূর্ণ।

যারা বিয়ে করেননি তারা প্রত্যেক নামাজের (তা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যে কোনো নামাজ হোক) শেষ বৈঠকে দোয়ায়ে মাছূরা পড়ার পর কোরআনে বর্ণিত এই আয়াতখানা পাঠ করে সালাম ফিরাবেন। বিয়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে এ আমল করলে আশা করা যায়, আল্লাহভক্ত দ্বীনদার, পরহেজগার ও আদর্শ স্ত্রী জুটবে।

রাসূল (সা.) যে দোয়া সবচেয়ে বেশি পাঠ করতেন



রাসূল (সা.) যা কিছু করতে, তা সবই মহান আল্লাহ তা’য়ালার জন্য করতেন। নবী করিম (সা.) অসংখ্য দোয়া পাঠ করতেন। তবে তিনি একটি দোয়া সবচেয়ে বেশি পাঠ করতেন। সেই দোয়াটিকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকে।

দোয়া: رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
(রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাহ্, ওয়াফিল আখিরাতি হাসানাহ্ ওয়াকিনাআজাবান্নার)।

অর্থ: হে আমার প্রভু! আমাকে দুনিয়াতে সুখ দান কর, আখেরাতেও সুখ দান কর এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। -সূরা আল বাকারা


Sunday, February 28, 2016

p-value-t-test calculator

From this site you can easily calculate your t test value. So visit this site and make it easy. 

Friday, February 26, 2016

দরূদ‬ ( ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺻَﻞِّ ﻋَﻠَﻰ ﻣُﺤَﻤَّﺪٍ، ﻭَﻋَﻠَﻰ)



দরূদ‬ :-

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺻَﻞِّ ﻋَﻠَﻰ ﻣُﺤَﻤَّﺪٍ، ﻭَﻋَﻠَﻰ ﺁﻝِ ﻣُﺤَﻤَّﺪٍ، ﻛَﻤَﺎ ﺻَﻠَّﻴْﺖَ ﻋَﻠَﻰ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ ﻭَﻋَﻠَﻰ ﺁﻝِ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ، ﺇِﻧَّﻚَ ﺣَﻤِﻴﺪٌ ﻣَﺠِﻴﺪٌ، ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺑَﺎﺭِﻙْ ﻋَﻠَﻰ ﻣُﺤَﻤَّﺪٍ، ﻭَﻋَﻠَﻰ ﺁﻝِ ﻣُﺤَﻤَّﺪٍ، ﻛَﻤَﺎ ﺑَﺎﺭَﻛْﺖَ ﻋَﻠَﻰ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ، ﻭَﻋَﻠَﻰ ﺁﻝِ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ، ﺇِﻧَّﻚَ ﺣَﻤِﻴﺪٌ ﻣَﺠِﻴﺪٌ
( আল্লাহুম্মা সাল্লি 'আলা মুহাম্মাদিওঁ ওয়া 'আলা আলি মুদাম্মাদিন। কামা সাল্লাইতা 'আলা ইবরাহীমা ওয়া 'আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক 'আলা মুহাম্মাদিওঁ ওয়া 'আলা আলি মুদাম্মাদিন। কামা বারাক্তা 'আলা ইবরাহীমা ওয়া 'আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ।)

অর্থ- হে আল্লাহ, দয়া ও রহমত করুন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন রহমত করেছেন হযরত ইব্রাহীম (আঃ) ও তার বংশধরদের উপর। নিশ্চই আপনি উত্তম গুনের আধার এবং মহান। হে আল্লাহ, বরকত নাযিল করুন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন করেছেন হযরত ইব্রাহীম (আঃ) ও তার বংশধরদের উপর।নিশ্চই আপনি প্রশংসার যোগ্য ও সম্মানের অধিকারী

Wednesday, February 24, 2016

ক্যাচ মিসের মাশুল



খুব সহজ একটা ক্যাচ ফেলে ভারতকে ম্যাচে ফেরার সুযোগ দেয়ার পর এবার অহেতুক রান আউট হয়ে বাংলাদেশের প্রত্যাবর্তন সম্ভাবনাকে প্রায় শেষ করে দিলেন সাকিব আল হাসান।

ইনিংসের শুরু থেকেই ভারতীয় শিবিরে আঘাত হেনে বাংলাদেশের বোলাররা প্রমাণ করেছেন টসে জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল। ভারত তখন কোণঠাসা অবস্থায়।ঠিক সেই মুহূর্তে সহজ এক ক্যাচ ফেলে দেন সাকিব। তার সেই ক্যাচ মিসের মাশুলও গুনতে হয় বাংলাদেশকে!

সাকিব রোহিতের এই ক্যাচ যখন ড্রপ করেছেন তখন ভারতের সংগ্রহ ১০.৩ ওভারে ৩ উইকেটে ৫২ রান। আর রোহিতের সংগ্রহ ২৫ বলে মাত্র ২১ রান। কিন্তু জীবন পাওয়ার পর সেই রোহিতই ম্যাচটা বাংলাদেশের কাছ থেকে কেড়ে নিয়েছেন বলা চলে। বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে পরবর্তী ওভারগুলোতে তুলেছেন ঝোড়ো গতির রান। শেষ অব্দি ১৯.২ ওভারে তিনি যখন আউট হয়েছেন তখন ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৫৮ রান। আর রোহিতের নামের পাশে লেখা ৫৫ বলে ৮৩ রান। তাতে রয়েছে ৭টি বাউন্ডারি আর ৩টি ছক্কা। আর রোহিতের এই ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ভারতও পেয়ে গেছে ১৬৬ রানের লড়াকু পুঁজি।

At last Bangladesh have lost the game by 45 run.

Tuesday, February 23, 2016

বিশ লাখ নেকীর দোয়া




আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা-শারীকালাহ, আহাদান সামাদান লাম ইয়ালীদ ওলাম ইয়ু লাদ - ওলাম ইয়া কুল্লাহু কুফ-য়ান আহাদ।

মৃত্যু আযাব হালকা হয়ে যাবে যে দোয়া পড়লে

আল্লাহ পাক বলছেন, আল কোরআনে বর্ণিত ছোট্ট এই দোয়াটি পড়লে মৃত্যু আযাব হালকা হয়ে যাবে। দোয়াটিকে আমরা সবাই ‘আয়াতুল করসি’ বলেই জানি। দ...