Followers

Tuesday, February 23, 2016

মেহমানকে সম্মান করলে পাবে --




** রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে।                                                                                                                    (বুখারী)


** হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
আল্লাহর দ্বীন সহজ। যে ব্যক্তি দ্বীনকে কঠিন বানাবে, তার ওপর তা চেপে বসবে। কাজেই মধ্যম ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করো। আর সুখবর গ্রহণ করো এবং সকাল, সন্ধ্যায় শেষ রাতের কিছু অংশে ইবাদাত করে আল্লাহর কাছে সাহায্য কামনা করো।                                                                           [বুখারী]
                                                                                               
রিয়াদুস সালেহীন : ১৪৫

No comments:

Post a Comment

মৃত্যু আযাব হালকা হয়ে যাবে যে দোয়া পড়লে

আল্লাহ পাক বলছেন, আল কোরআনে বর্ণিত ছোট্ট এই দোয়াটি পড়লে মৃত্যু আযাব হালকা হয়ে যাবে। দোয়াটিকে আমরা সবাই ‘আয়াতুল করসি’ বলেই জানি। দ...