Followers

Wednesday, February 24, 2016

ক্যাচ মিসের মাশুল



খুব সহজ একটা ক্যাচ ফেলে ভারতকে ম্যাচে ফেরার সুযোগ দেয়ার পর এবার অহেতুক রান আউট হয়ে বাংলাদেশের প্রত্যাবর্তন সম্ভাবনাকে প্রায় শেষ করে দিলেন সাকিব আল হাসান।

ইনিংসের শুরু থেকেই ভারতীয় শিবিরে আঘাত হেনে বাংলাদেশের বোলাররা প্রমাণ করেছেন টসে জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল। ভারত তখন কোণঠাসা অবস্থায়।ঠিক সেই মুহূর্তে সহজ এক ক্যাচ ফেলে দেন সাকিব। তার সেই ক্যাচ মিসের মাশুলও গুনতে হয় বাংলাদেশকে!

সাকিব রোহিতের এই ক্যাচ যখন ড্রপ করেছেন তখন ভারতের সংগ্রহ ১০.৩ ওভারে ৩ উইকেটে ৫২ রান। আর রোহিতের সংগ্রহ ২৫ বলে মাত্র ২১ রান। কিন্তু জীবন পাওয়ার পর সেই রোহিতই ম্যাচটা বাংলাদেশের কাছ থেকে কেড়ে নিয়েছেন বলা চলে। বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে পরবর্তী ওভারগুলোতে তুলেছেন ঝোড়ো গতির রান। শেষ অব্দি ১৯.২ ওভারে তিনি যখন আউট হয়েছেন তখন ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৫৮ রান। আর রোহিতের নামের পাশে লেখা ৫৫ বলে ৮৩ রান। তাতে রয়েছে ৭টি বাউন্ডারি আর ৩টি ছক্কা। আর রোহিতের এই ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ভারতও পেয়ে গেছে ১৬৬ রানের লড়াকু পুঁজি।

At last Bangladesh have lost the game by 45 run.

No comments:

Post a Comment

মৃত্যু আযাব হালকা হয়ে যাবে যে দোয়া পড়লে

আল্লাহ পাক বলছেন, আল কোরআনে বর্ণিত ছোট্ট এই দোয়াটি পড়লে মৃত্যু আযাব হালকা হয়ে যাবে। দোয়াটিকে আমরা সবাই ‘আয়াতুল করসি’ বলেই জানি। দ...