Followers

Monday, February 22, 2016

নারী-পুরুষের সালাতের পার্থক্য কি ?




►নারী-পুরুষের সালাতের (রূকু, সিজদা, বৈঠক, ক্বির'আত ইত্যাদি) কোন পার্থক্য আছে কি ?
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখো।
[বুখারী, ১ম খন্ড, হাদিস নং ৬০৪, ইংরেজি ভার্সন]
এই হাদিস থেকে প্রমাণিত হয় যে, নারী-পুরুষ উভয়ের জন্য সালাত আদায়ের নিয়ম একই। যদি এর ব্যতিক্রম থাকত তাহলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদের শিখিয়ে দিতেন।
বুখারী ও মুসলিম এই দুটি বিশুদ্ধ হাদিস গ্রন্থে সালাতের যে অধ্যায় রয়েছে সেসব অধ্যায়ের কোন হাদিসে নারী-পুরুষের সালাতের ভিন্নতা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণিত হয়নি।
আবু দাঊদ গ্রন্থে কয়েকটি হাদিস এর বর্ণনায় দেখা যায় সেগুলোতে মেয়েদের সালাতের সময় পর্দার ব্যপারে বলা হয়েছে। সালাতের নিয়ম এর কোন পরিবর্তনের কথা বলা হয়নি।
আবূ দাঊদ ৬৪১
আয়েশা (রা) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাপ্ত বয়স্ক মহিলারা ওড়না ছাড়া সালাত আদায় করলে তা আল্লাহ্‌র দরবারে কবুল হবে না।
আবূ দাঊদ ৬৩৯
মহিলারা ওড়না ও জামা পরে সালাত আদায় করবে যার দ্বারা পায়ের পাতাও ঢেকে যায়।
আবু দাঊদ ৬৪৫
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মহিলাদের শরীরের সাথে সম্পৃক্ত হয়ে থাকে (লেপ্টে থাকে) এমন কাপড় পরে সালাত আদায় করতে নিষেধ করেছেন।
আশা করি আমাদের মধ্যে যেসব ভ্রান্ত ধারণা চালু আছে হাদিস চর্চার মাধ্যমে তা বিলুপ্ত হবে। আল্লাহ্‌ আমাদের সহায় হোন।

No comments:

Post a Comment

মৃত্যু আযাব হালকা হয়ে যাবে যে দোয়া পড়লে

আল্লাহ পাক বলছেন, আল কোরআনে বর্ণিত ছোট্ট এই দোয়াটি পড়লে মৃত্যু আযাব হালকা হয়ে যাবে। দোয়াটিকে আমরা সবাই ‘আয়াতুল করসি’ বলেই জানি। দ...